Monday, February 29, 2016

সেই মেয়েটি, আজ তিনি মহিলা।

০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:২৮

আবেগ অনেকটা ইন্টারনেটের মতো। এটি মানুষের জীবনের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে, আবার সবচেয়ে বড় ক্ষতির কারণও হতে পারে। নির্ভর করে-- এর প্রয়োগের উপর।

অপাত্রে বিশ্বাস না ঢালই ভাল। কারণ বিশ্বাস হলো 'ঘি' এর মতো, যা কাচের পাত্রে রাখলে কয়েক বছরেও নষ্ট হয় না কিন্তু মাটির পাত্রে রাখলে এক সপ্তাহের মধ্যেই তাতে পচন ধরে।

No comments:

Post a Comment