২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৪০
যখন কেউ হ্রদয় ছুয়ে যায়, সকল ভাবনায়, শয়ণে, সপনে, সব সময় হ্রদয় মাঝে শুধু সেই বিচরণ করে| বাকি সব কিছু তুচছ মনে হয়|
মানুষের দেহে পানির পরিমান বেশী,
অথচ ব্যাথা পেলে রক্ত বের হয় ...
আবার মানুষের হৃদয়ে রক্তের পরিমান বেশী,
অথচ ব্যাথা পেলে পানি বের হয় ... !!!
হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে সে আর আগের মত থাকে না,
কেমন জানি অচেনা অজানা হয়ে যায়। সবই হয়তো ঠিক থাকে কিন্তু
কি যেন নাই……কি যেন নাই…… !
যখন কেউ হ্রদয় ছুয়ে যায়, সকল ভাবনায়, শয়ণে, সপনে, সব সময় হ্রদয় মাঝে শুধু সেই বিচরণ করে| বাকি সব কিছু তুচছ মনে হয়|
মানুষের দেহে পানির পরিমান বেশী,
অথচ ব্যাথা পেলে রক্ত বের হয় ...
আবার মানুষের হৃদয়ে রক্তের পরিমান বেশী,
অথচ ব্যাথা পেলে পানি বের হয় ... !!!
হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে সে আর আগের মত থাকে না,
কেমন জানি অচেনা অজানা হয়ে যায়। সবই হয়তো ঠিক থাকে কিন্তু
কি যেন নাই……কি যেন নাই…… !
No comments:
Post a Comment